প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১৯:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানঅর কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড়ে আবুল হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ইব্রাহিম ওমর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে র্যাব-১০ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, এসময় আসামি কাছ থেকে ২৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১২০ টাকা সহ উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকার কামরাঙ্গীরচরসহ আশেপাশের থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।
ঢাকার কামরাঙ্গীরচর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০( ক ) ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।