ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বে‌ড়েই চ‌লে‌ছে, ফগার দিয়ে দায় সারছে সচিব


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বে‌ড়েই  চ‌লে‌ছে, ফগার দিয়ে দায় সারছে সচিব

য‌শোর থে‌কে খান সা‌হেব : যশোরের চৌগাছা উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক'শ পঞ্চাশ ছাড়ালেও পৌরসভার মশক নিধন অভিযান চল‌ছে গদাইলস্ক‌রিচা‌লে। শুধুমাত্র কিছু স্প্রে আর মাইকিংয়েই সীমাবদ্ধ থেকেছে পৌরসভার মশক নিধন অভিযান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, এ পর্যন্ত প্রায় ১০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে প্রায় অর্ধশত রোগী‌কে বিভিন্ন সময়ে যশোর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে উপজেলা হাসপাতালটির সাত সিটের ডেঙ্গু ওয়ার্ডে ১৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন ডেঙ্গু রোগিও রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত সরকারি হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর যশোর, খুলনা ও ঢাকা রেফার হয়েছেন ৪৪ জন।

এ রি‌পোর্ট লেখা পর্যন্ত চৌগাছা হাসপাতা‌লে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভ‌র্তি  র‌য়ে‌ছেন। 

ত‌বে স‌চেতন মানু‌ষের দাবী স্বাস্থ্য বিভা‌গের দেওয়া হি‌সে‌বের চাই‌তে প্রকৃত রোগীর সংখ্যা আ‌রো বে‌শি। 

উপ‌জেলা ভাইস চেয়ারম্যান দেবা‌শিষ মিশ্র জয় ব‌লেন, আ‌মি শহ‌রের নি‌রি‌বি‌লি পাড়ায় বসবাস ক‌রি এ পর্যন্ত আমার পাড়ায় প্রায় ষাট জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে বেশ ক‌য়েকজন‌কে ঢাকায় আই‌সিইউ তে রে‌খে চিকিৎসা নি‌তে হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে ডেঙ্গু আক্রা‌ন্তের সংখ্যা বে‌ড়ে যাওয়ায় জনসাধার‌ণের ম‌ধ্যে এক ধর‌নের আতঙ্ক বিরাজ কর‌ছে। এ‌দি‌কে ডেঙ্গুর প্রাদুর্ভাব বে‌ড়ে গে‌লেও পৌরসভার মশক নিধ‌ন কার্যক্রম চল‌ছে গদাইলস্ক‌রিচা‌লে। কিছু লোক দেখা‌নো লিফ‌লেট বিতরণ, মাই‌কিং আর মা‌ঝে মা‌ঝে ফগার মে‌শিন দি‌য়ে ধোঁয়া ছে‌ড়ে কতৃপক্ষ দায় শোধ কর‌ছে।

পৌরসভায় বসবাসকারী অ‌ধিকাংশ মানু‌ষেরা তা‌দের কার্যক্র‌মে সন্তোষ্ট না। 

পৌরসভার মশক নিধন কার্যকলাপ সর্ম্প‌কে জান‌তে চাই‌লে স‌চিব গাজী আবুল কা‌শেম  জানান, তারা মানুষ স‌চেতন করার জন্য লিফ‌লেট বিতরণ ও মাই‌কিং ক‌রে‌ছে এবং দু‌টি ফগার মে‌শিন দি‌য়ে ঔষধ স্প্রে করা হ‌চ্ছে। 

রোগীদের তা‌লিকা আ‌ছে কিনা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, আমা‌দের কা‌ছে ১৯ জন আক্রান্ত হওয়ার খবর আ‌ছে।


   আরও সংবাদ