ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল উচ্ছেদ


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২০ ১৭:০১ অপরাহ্ন


ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বতে উচ্ছেদ করা হয়েছে বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল।

আজ রোববার (৪ অক্টোবর)  দুপুরে ভ্রাম্যমাণ আদালত ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ২য় তলায় বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতি কর্তৃক দখলকৃত কক্ষসহ কাউন্সিলর কার্যালয় সংলগ্ন চারটি অবৈধ দোকানও দখলমুক্ত করা হয়। 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির নামে অবৈধভাবে দখলে করে রাখা হয়েছে। 

আজকে সেই কক্ষের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দখলমুক্ত করেছি। এ সময় তৎক্ষণাৎ সরানোর উপযোগী ভেতরে থাকা এমন আসবাবপত্র তাদেরকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং অন্যান্য জিনিসপত্রের জব্দ তালিকা প্রস্তুত করে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে হস্তান্তর করা হয়। 

ইরফান উদ্দিন আহমেদ আরও বলেন, এছাড়াও নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন অবৈধভাবে দখল করে রাখা চারটি দোকানও দখলমুক্ত করে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়। দোকানগুলোতে যে সব জিনিসপত্র রয়েছে তা আগামীকাল সকাল দশটা হতে বিকাল পাঁচটার মধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

কর্পোরেশন মূলত এর উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে আর বেশি রাজস্ব আদায় করতে পারছিলো না। দখলদাররা দীর্ঘদিন ধরে কর্পোরেশনের এসব সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখলেও কর্পোরেশনের প্রাপ্য ভাড়া প্রদান করছিল না। 


   আরও সংবাদ