প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৫ অপরাহ্ন
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের ২০২০-২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রেদোয়ান খানকে সভাপতি ও রায়হান উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে এ কমিটি ঘোষণা করা হয়।
গত ১লা সেপ্টেম্বর ক্লাবের মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মিজানুর রহমান এ নতুন কমিটি ঘোষণা করেন।
এছাড়া সহ সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ১১ তম ব্যাচের জাহাঙ্গীর হোসেন ও শারমিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদকে ১২তম ব্যাচের সিব্বির আহমেদ এবং ট্রেজারার পদে ১১তম ব্যাচের ইকবাল হোসেনসহ ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও তিন সদস্যকে সমন্বয়কারী হিসেবে কমিটি অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ছাত্রছাত্রীদের দক্ষতা বাড়ানো, চাকুরীবাজারে দক্ষতাসম্পন্ন প্রার্থী হিসেবে গড়ে তোলা, দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সাথে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের একটি সেতুবন্ধন তৈরীর উদ্দেশ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি কাজ করে যাচ্ছে।