ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারণা, সিআইডির হাতে এক দম্পতি


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ২২:০২ অপরাহ্ন


অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারণা, সিআইডির হাতে এক দম্পতি

স্টাফ রিপোর্টার : ফ্যাশন হাউস নামক একটি অনলাইনে পণ্য বিক্রয়ের ফেসবুক পেইজ সর্ম্পকে ভূয়া পণ্য বিক্রয়ের নামে বিকাশে অগ্রীম টাকা গ্রহণের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে ওসমান গণি (২৫) ও তার সহযোগী স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২১) নামের দম্পতিকে খুলনা থেকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ

সোমবার (২৮ সেপ্টম্বর) বিকালে সিআইডির মিডিয়া কর্মকর্তা জিসানুল হক এক বার্তায় এ তথ্য জানান।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাশন হাউস নামক পেইজটি অনলাইনে কম দামে মেয়েদের পোশাক বিক্রয়ের লোভনীয় অফার দিতো। ১৪০০-১৫০০ টাকায় তিন-চারটি জামা বিক্রয়ের নাম করে গ্রাহকদের অগ্রীম টাকা বিকাশে পরিশোধ করতে বলতো। কিন্তু টাকা পরিশোধ করার পর অর্ডারকৃত পণ্য না পাঠিয়ে তাদেরকে ফেসবুক পেইজ থেকে ব্লক করে দিতো। এভাবে উক্ত ফেসবুক পেইজটির বিরুদ্ধে প্রতারণার শিকার বহুসংখ্যক গ্রাহক সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানায়।

প্রতারিত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টার ফ্যাশন হাউস নামক ফেসবুক পেইজ এর প্রকৃত সত্তাধিকারীকে সনাক্ত করার জন্য অনুসন্ধান কার্যক্রম জোরদার করে। অনুসন্ধানের একপর্যায়ে সাইবার পুলিশ এর একটি টিম উক্ত ফেসবুক পেইজ এর সত্তাধিকারী হিসেবে মোঃ ওসমান গণি নামে একজনকে চিহ্নিত করে। 

গত ২৪ সেপ্টম্বার এএসপি জুয়েল চাকমা ও এএসপি কাজী আবু সাঈদ এর নের্তৃত্বে সাইবার পুলিশ এর একটি  টিম খুলনা মহানগরের কাশেম নগর আবাসিক এলাকা থেকে ফ্যাশন হাউস নামক ফেসবুক পেইজ এর প্রকৃত সত্তাধিকারী ওসমান গণি (২৫) ও তার সহযোগী স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তদের কাছ থেকে ফ্যাশন হাউস নামক ফেসবুক পেইজটির কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত ফেসবুক আইডি ও ডিভাইসটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন, ০১টি ল্যাপটপ, ১৬টি সিম উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


   আরও সংবাদ