প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে কোন আদেশ দেননি চেম্বার আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে বিষয়টি ছিল। এতে আদালত নো অর্ডার দেন।
এর ফলে মিন্নির জামিন বহাল রয়েছে এবং তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেএড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দীন।
এর আগে গত ২৯ আগস্ট আয়শা সিদ্দিকা মিন্নিকে শর্তসাপেক্ষে জামিন দেন হাইকোর্ট। পরে গতকাল ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।