ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাস চালক মোরশেদ আটক


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাস চালক মোরশেদ আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক মোরশেদকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর। 

রোববার (এক সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।

পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার (এসপি) বশির উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পলাতক বাসচালককে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাজীপাড়ার একটি বাসা থেকে আটক করা হয়।

গত ২৭ আগস্ট বেলা আড়াইটায় বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় বাসটি ফুটপাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণা রায়কে চাপা দেওয়ায়। তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। রাজধানীর পুরান ঢাকায় তার বাসা। স্বামী ও দুই ছেলেমেয়ে নিয়ে সেখানেই থাকেন। অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


   আরও সংবাদ