ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নববধূ ধর্ষণকারীদের শাস্তির দাবিতে জবিতে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন


নববধূ ধর্ষণকারীদের শাস্তির দাবিতে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি : সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীর গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছত্রদলের জবি শাখা এ বিক্ষোভ মিছিল করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম কবীর মিঠু, প্রচার সম্পাদক জুয়েল মৃধা, আবিদ কামাল রুবেল, জাকির উদ্দিন আবির, সাইফুল হোক তাজ, শামসুল আরেফিন, শাহাদত হোসেন, জাফর মাহমুদ, সাইফুল ইসলাম সবুজ, মাসুদুর রহমান, রাকিবুল হাসান রতন, নাছিম, হারুন অর রশীদ, আব্দুল বাছেদ, পারভেজ, আদিল রহমান, আসলাম শেখ,রিয়াদ আরেফিন মোবায়দুরসহ অারও অনেকে।

এর আগে আজ সকাল সাড়ে ১০ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক গ্রুপ একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

এসময় মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা সিলেট এম সি কলেজে ধর্ষনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এছাড়া সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।


   আরও সংবাদ