ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাংগুতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:১৮ অপরাহ্ন


সাংগুতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার : গতরাতে বিসিজি স্টেশন সাঙ্গু আনোয়ারা থানাধীন গহিরা (ঘাটকুল ঘাট) এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

আজ রোববার (২৭ সেপ্টম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্কুর নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। 

এসময় ইয়াবা ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘাটকুল ঘাটের দক্ষিণ পাশে প্যারাবনের ভিতর পালিয়ে যায়। বাড়িতে অনেক খোঁজাখুজির পরেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


   আরও সংবাদ