ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মাদক গ্রহণের দায়ে চাকরি হারাচ্ছে ডিএমপি'র ২৬ সদস্য


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৪ অপরাহ্ন


মাদক গ্রহণের দায়ে চাকরি হারাচ্ছে ডিএমপি'র ২৬ সদস্য

স্টাফ রিপোর্টার : মাদক গ্রহণের দায়ে এবার ডিএমপির ২৬ জন পুলিশ সদস্য এবার চাকরি হারাচ্ছেন। তাদের চাকরিচ্যুত করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। 

আজ শনিবার (২৬ সেপ্টম্বর) সকালে রাজধানীর মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব তথ্য জানান। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মােহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিত পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। 

তিনি বলেন , আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট  বার্তা যাবে যে, আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে। 

পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযােগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোন রকম শিথিলতা দেখানো হচ্ছে না। 

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক সেভাবে মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


   আরও সংবাদ