প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর কোতোয়ালি থানাধীন পাটুয়াটুলী হাজী ইলিয়াস মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ক্যাসিও, সিটিজেন নাম ব্যবহার করে নকল ও নিম্নমানের ক্যালকুলেটর মজুদ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৩ ও ৫০ ধারায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।
আজ সকালে র্যাব হেডকোয়ার্টাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর নেতৃত্বে র্যাব-১০'এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
শিমুল এন্টারপ্রাইজের নূর আলম, কাউছার ও শাহ আলমকে ২০ লাখ, নাজমুল হুদা এন্টারপ্রাইজের সৈয়েদ নাজমুলকে ২ লাখ, মাসুম ওয়াছের মাসুম ও আজহারকে ২ লাখ, বিসমিল্লাহ স্পেয়ারের জামাল উদ্দিন ও রিয়াজকে ২ লাখ, মেসার্স রিংকু এন্টারপ্রাইজের আশরাফুলকে এক বছরের কারাদণ্ডসহ ৫ লাখ, তানজিল ইলেক্টন্সিসের তানজিল আহমেদকে ৪ লাখ ও আশরাফ এন্টারপ্রাইজের শরিফ ও রাজুকে প্রত্যেককে ২ বছরের কারাদণ্ডসহ ৫ লাখ টাকাসহ সর্বমোট ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
অসদাচারনের দায়ে একজনকে জরিমানা এবং তিনজন ব্যক্তি কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এসময় চারটি গোডাউন ও প্রতিষ্ঠান সিলগালা সহ প্রায় ১০ লক্ষ টাকার নকল ও নিম্নমানের ক্যালকুলেটর জব্দ করে ধবংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, জিজ্ঞাসাবাদে অসাধু ব্যবসায়ীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ কোতোয়ালি থানা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় দেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে অধিক মুনাফা লাভের আশায় এই সকল নকল ও নিম্নমানের ক্যালকুলেটর মজুদ ও বাজারজাতকরণ করে আসছে।