ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪২ অপরাহ্ন


রাজধানীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানাধীন ১৯/১, হেলিকন সেন্টার, বকশিবাজার মদিনা সুইট এন্ড বেকারী সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

আজ সকালে র‌্যাব-১০'এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- সুমন (৩৫) ও বাবুল (২৯)। এসময় তাদের কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিল, ২ টি মোবাইল এবং নগদ ৮২৫ টাকা উদ্ধার করা হয়।

আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ ঢাকার চকবাজার মডেল থানা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায়  মাদক দ্রব্য ফেনসিডিল পরিবহন ও ব্যবসা চালিয়ে আসছে।


   আরও সংবাদ