প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানী তোপখানা রোডের গফুর টাওয়ারে অনুমোদন ও মানহীন অক্সিমিটার, প্রেসার মেশিন ও ডেঙ্গু পরীক্ষার কিট রাখার অভিযোগে ১৪টি সার্জিকাল দোকানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
আজ বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান চালানো হয়।
জরিমানা কৃত দোকানগুলো হলো- মোস্তাফা সার্জিকালকে ২ লাখ, এ জে সার্জিকালকে ৫০ হাজার, ক্যাপিটাল হেলথ কেয়ারকে ২ লাখ, লিলিমা সার্জিকালকে ৫০ হাজার, লামিয়া সার্জিকালকে ৫০ হাজার, ফাহিম সার্জিকালকে, রাকিব সার্জিকালকে এক লাখ, মায়ের আর্শিবাদ সার্জিকালকে এক লাখ, বায়ো কেয়ার সার্জিকালকে ৩ লাখ, জেনেসিস ইন্টারন্যাশনালকে ৫০ হাজার, বিএম ট্রেড ইন্টারন্যাশনালকে ৫০ হাজার, নওশিন সার্জিকালকে ৫০ হাজার, এ জে সার্জিকালকে এক লাখ ও রোমেড সার্জিকালকে ২ লাখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অক্সিমিটার ও প্রেসার মেশিন এসব রেজিস্টার্ড পণ্য হয়। কিন্তু আমাদের কাছে অভিযোগ ছিল এসব মেশিন একাধিক কিনে নিয়ে গেলে ৩টি কাজ করলে দুটি করছে না। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।
এ সময় অনুমোদন ও মানহীণ অক্সিমিটার, প্রেসার মেশিন ও এমকি ডেঙ্গু কীট বিক্রির জন্য রাখা হয়েছে এমন বিষয় পরিলক্ষিত হয়। এমতাবস্থায় ১৪টি সার্জিকাল দোকানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমাণা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
এছাড়াও বিপুল পরিমাণ ওইসব সার্জিকাল পণ্য জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই ম্যাজিস্ট্রেট।