ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:১৬ অপরাহ্ন


আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শীর্ষ স্থানীয়  আলেমে-দ্বীন, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আজ (১৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, আল্লামা শাহ আহমদ শফী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে-দ্বীন। তাঁর মৃত্যুতে দেশে কওমী মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।

উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফী (১০৪) আজ সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 


   আরও সংবাদ