প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশাল থানাধীন ১২৮, মাজেদ সরদার রোডস্থ সাফওয়ান স্টিকার পয়েন্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিমান চালিয়ে নাসিম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় আটককৃত আর আসামির কাছ থেকে ৯৬ ক্যান বিয়ার একটি মোবাইল, একটি মোটরসাইকেল এবং নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ঢাকার বংশাল থানা সহ আশেপাশের এলাকায় মাদক দ্রব্য বিয়ার এর ব্যবসা চালিয়ে আসছে।
ঢাকার বংশাল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ )/৩৮ ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।