প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ১২টার দিকে নিউ মার্কেট থানায় মামলাটি করেন নিউ মার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। মামলা নম্বর-১৩।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শের আলম।
তিনি বলেন, পুলিশের উপর হামলার পর এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত দেয়া হয়েছে থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদারকে।
হামলাটি সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ বক্স লক্ষ্য করে করা হয়েছিল না-কি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর হয়েছিল এমন প্রশ্নের
জবাবে ওসি-তদন্ত বলেন, মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) রাতে সাইন্সল্যাব মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়িত্বরত ২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রীকে প্রটোকল দিয়ে আনতে একটি প্রটোকলের গাড়ি যাচ্ছিল। সড়কে যানজট লেগে গেলে প্রটোকলের গাড়ি থেকে ওই পুলিশ
সদস্য নেমে যানজট ছাড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক তখন এ হামলা করা হয়। পুলিশ ধারণা করছে, সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের ওপর থেকে এই হামলার ঘটনাটি ঘটেছে।
এরআগে, গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গত ২৯ এপ্রিল গুলিস্তানে একটি ট্রাফিক বক্সের পাশে হাতে তৈরি বোমা বা আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।