প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীর থানাধীন মাদবর বাজার এবং নিজামবাগ এলাকায় র্যাবের মাদক বিরোধী অভিযানে শিরীন (৪৯) নামের একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ কালু (৩০) নামের আরো একজকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকালে র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং নগদ এক হাজার ৪১০টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে উক্ত নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজার তাদের হেফাজতে রেখে ক্রয় বিক্রয় করে আসছিল।
ঢাকার কামরাঙ্গীরচর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এবং ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।