প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫তম জাতীয় সামার এ্যাথলিটিক্সে ১৯টি স্বর্ণ, ১৫ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ পদকসহ মোট ৪৫টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ
নৌবাহিনী।
শনিবার (৩১ আগস্ট) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া সেনাবাহিনী ১৪টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্সআপ হয়েছে। উক্ত প্রতিযোগীতায় দ্রুত মানবী হিসেবে নৌবাহিনীর শিরিন আক্তার।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক।