ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

পুলিশের নারী কন্টিনজেন্ট নিরাপদে কঙ্গো পৌঁছেছে আজ


প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৮:১৯ অপরাহ্ন


পুলিশের নারী কন্টিনজেন্ট নিরাপদে কঙ্গো পৌঁছেছে আজ

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডাঃ কঙ্গোতে জাতিসংঘের সংস্থা স্থিতিশীল মিশন (মনসকো) উদ্দেশ্যে গতকাল শুক্রবার ভোরে রওনা দেওয়া বাংলাদেশ পুলিশের একমাত্র মহিলা গঠিত পুলিশ ইউনিট (এফপিইউ) এর ১৮০ সদস্য গতকাল ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় আনুমানিক বেলা ৩ টায় কঙ্গো পৌঁছেছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় পৌঁছে মিশনের দায়িত্বভার গ্রহণ করেছে।
 
কমান্ডার মেরিনা আক্তার এ ইউনিটের নেতৃত্বে রয়েছেন। এ ইউনিটের সদস্যরা BANFPU-1 (ঘূর্ণন -13), মনসকো, ডিআরসি ইউনিটকে প্রতিস্থাপন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মহিলা গঠিত পুলিশ ইউনিট (এফপিইউ) প্রেরণ করছে।


   আরও সংবাদ