প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
শনিবার সকালে শহরের পালবাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। ওই ইয়াবাগুলো সেলিনা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগের মধ্যে ছিল।
আটককৃতরা হলেন, কামাল মিয়া (৩০), তার স্ত্রী সেলিনা বেগম (২৭) এবং শহিদুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে পালবাড়ি মোড়স্থ সিঙ্গার শো-রুমের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। পরে সেলিনা বেগমের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় এসআই হাসান জাহিদ বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।