প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২০ ২২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএনসিসির অঞ্চল-২ এর অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে পল্লবী, রূপনগর, মিরপুর সেকশন ৬ ও ৭ এর সড়ক ও ফুটপাতে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখা, ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অপরাধে ৭টি মামলায় ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ফুটপাতে বালি রাখায় প্রকাশ্য নিলামে তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়। ডিএনসিসির মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভযান অব্যাহত থাকবে বলে জানান হয়।