প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২০ ১২:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
আজ পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও দৃঢ়ীকরণে তিনি রেখেছেন অবিস্মরণীয় অবদান। তাঁর মৃত্যুতে উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটলো এবং বাংলাদেশ হারালো এক অকৃত্রিম বন্ধু।
পৃথক এক শোকবার্তায় উপমন্ত্রী এনামুল হক শামীম,এমপি বলেন, ভারতের প্রথম বাঙ্গালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু শুধু ভারত নয় বরং উপমহাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।