ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২০ ১১:৫৮ পূর্বাহ্ন


ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

আজ এক শোক বার্তায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে। 

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ বিশ্বরাজনীতিতে অনুকরণীয় ও অনুসরণীয় থাকবে বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী।


   আরও সংবাদ