ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ধারা যুক্ত করা হবে : আইনমন্ত্রী


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ধারা যুক্ত করা হবে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, টেকসই আর্থিক খাতের জন্য আদালতে যাওয়ার আগে এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতির প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকল সরকারি চুক্তিতে এডিআর বা সালিশ ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য উপযুক্ত ধারা যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে “টেকসই আর্থিক খাতের জন্য আর্থিক বিবাদসমূহ সমাধান কল্পে কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া” শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এ সেমিনারের আয়োজন করে। 

তিনি বলেন,মামলার আগে বিরোধ নিষ্পত্তিতে সালিশ ও মধ্যস্থতার প্রয়োগ নিশ্চিত করা গেলে আদালতের উপর চাপ কমবে এবং এর ফলে মামলার জট হ্রাস পাবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সালিসি আইন, ২০০১ প্রণয়ন ছাড়াও গত কয়েক বছরে অর্থঋণ আদালত আইন, দেওয়ানী কার্যবিধিসহ কিছু আইনে এডিআর এর বিধান যুক্ত করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্টেও সালিসের বিধান যুক্ত করেছে।

আইনমন্ত্রী বলেন, শুল্ক, ভ্যাট, আয়কর ও শ্রম আইন মামলার সমাধানের জন্যও এডিআর চালু করা হয়ছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, চূড়ান্ত কাঠামো প্রতিষ্ঠা করা সত্ত্বেও, এডিআর-কে আধুনিক আকারে ব্যাপকভাবে অনুশীলন করা সম্ভব হয়নি।


   আরও সংবাদ