প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২০ ১৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক এবং কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
রাহাত খান আজ রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সরকার মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাজুল ইসলাম শোক বার্তায় আরো বলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। সাংবাদিকতার পাশাপাশি ছোটগল্প ও উপন্যাস দুই শাখায় ছিলেন সমান দক্ষ। সাংবাদিক এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, প্রবীণ এই সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাহাত খান ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।