প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের (সি.আর দত্ত) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন রণাঙ্গনে সি.আর দত্তের সাথে আমার পরিচয় হয়।
মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর সন্তান সি. আর দত্তের অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।