ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ধাতব পদার্থের তৈরী পদক ও মেডেলসহ আটক ৪


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে ধাতব পদার্থের তৈরী পদক ও মেডেলসহ আটক ৪

   

স্টাফ রিপোর্টার : রাজধানী চকবাজার এলাকা থেকে ৪ জন অবৈধ অতি মূল্যবান ধাতব পদার্থের তৈরীকৃত পদক ও মেডেল ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে র‍্যাব-১০'এর লালবাগ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় এ তথ্য জানান।

ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গতকাল চকবাজার থানাধীন হোসনীদালান রোডস্থ ৮৩/৮৪/৫ নং নাহার ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শেখ  এনায়েত হোসেন টুটুল (৪৭), আবু লায়েজ আবুল (৫০), মোহাম্মদ আলী প্রধান মোহন (৫৩) ও আবু নাছের (৫৭)।

এসময় তাদের কাছ থেকে ৩টি অতি মূল্যবান ধাতব পদার্থের তৈরীকৃত পুরাকির্তী পদক ও মেডেল, যার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা, ৬টি মোবাইল এবং নগদ ৭ হাজার টাকা সহ উদ্ধার করা হয়।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পুরাতন ধাতব পদার্থের তৈরী পদক ও মেডেল ব্যাবসায়ী। তারা পরস্পর যোগসাজশে কথিত ধাতব পদার্থের পণ্য তৈরী পদক (মেডেল), যা মুদ্রা সদৃশ অবৈধভাবে বিদেশ থেকে আমদানী করে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ক্রয় বিক্রয় করে আসছে।

চকবাজার থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধ।


   আরও সংবাদ