প্রকাশ: ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপাের্টার : বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’ (INS KORA)। এসময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়।
শনিবার (১৩ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ ‘আইএনএস কোরা’ এর অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিট এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।
ভারতীয় নৌবাহিনী জাহাজের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে বলে আশা করা যাচ্ছে।