প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরের চৌগাছা উপজেলার ৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) গোলাম হোসেন (৫৭) কর্তব্যরত অবস্থায় স্ট্রোক করে হয়ে মারা গেছেন।
শনিবার (৩১ আগস্ট) সকালে প্রতিদিনের মত অফিসে এসে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সন্তানের জনক গোলাম হোসেন কিছুদিন থেকে অসুস্থ ছিলেন।
অফিসের কাজ শুরুর পরপরই দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে বেলা ১১ টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। গোলাম হোসেন ১৯৮৩ সালের ১০ নভেম্বর চৌগাছা হাসপাতালে যোগদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মাসুদ রানা বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত-মকবুল হোসেনের পুত্র। তার স্ত্রী শামসুন্নাহার একই হাসপাতালের নার্সিং সুপারভাইজার হিসেবে কর্মরত।