ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জার্মানির নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মোশারফ হোসেন ভূঁইয়া


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জার্মানির নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মোশারফ হোসেন ভূঁইয়া

   

কূটনৈতিক প্রতিবেদক : জার্মানিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মোশারফ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ ১৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রদূত মনোনীত মোশারফ হোসেন ভূঁইয়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। 

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় চলতি বছর ২০ জানুয়ারি সরকারী চাকরি থেকে অবসর নেন।

ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এর উইলিয়ামস কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকস এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


   আরও সংবাদ