প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরে শুক্রবারে ১০ ঘন্টায় ১৩ জন ডেঙ্গু রোগী যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৩৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
ডেঙ্গু সম্পর্কে ঢাক-ঢোল পিটিয়ে সর্বত্র সচেতনতা সৃষ্টি করা হলেও এর ভাইরাসের বাহক এডিস মশা কার্যত প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। গ্রামাঞ্চলে যথাযথ নজরদারি না থাকায় এর ভয়াবহতা বৃদ্দি পেয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভর্তিকৃতরা হলেন- যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার উত্তম কুমার (৪২), সদর উপজেলা চুড়ামনকাটি গ্রামের আমানুরের স্ত্রী তহমিনা বেগম (৩০), গোপালপুরের আব্দুল ওহাবের পুত্র শান্ত (২৫), বাঘারপাড়া উপজেলার জামালপুরের আব্দুল লতিফের স্ত্রী রহিমা বেগম (৫০), ওয়াদিপুরের আতিয়ার রহমান (৪৭), মাহামুদপুরের শ্রীবাস রায় (৬০), শার্শা উপজেলার লণপুরের রফিকুল ইসলামের পুত্র আব্দুল মোমিন (২২), ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগরের মিজানুর রহমান (৫০), চৌগাছা উপজেলার বড়খানপুরের সামাউলের পুত্র আব্দুল মান্নান (১৮), হাজরাখানা গ্রামের মিজানুর রহমান (৪৫), ইছাপুরের ফারুক হোসেনের পুত্র অভি (১৬), কয়ারপাড়া গ্রামের শুকুর আলীর কন্যা ছন্দা (১৫) ও মনিরামপুরের সোহরাবের স্ত্রী নাসিমা (৩৫)। এর আগে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে ৩৪ ঘন্টায় ৬২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টা হতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৬৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২শ’ ৬৪ জন।
সূত্র জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেড় হাজার ছাড়িয়ে যেতে পারে।