ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে ৩৮ হাজার শিক্ষার্থী নিববন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে‌ছে


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে ৩৮ হাজার শিক্ষার্থী নিববন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে‌ছে

য‌শোর থে‌কে খান সা‌হেব : গতকাল শুক্রবার ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টে যশোর স্কুল-২ ও স্কুল এবং কলেজ পর্যায়ে মিলে মোট ৩৮ হাজার ৭৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। ৪৬ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে ২৮ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অংশ নেন। ৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। শহরের ৩০টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই জন পরীক্ষার্থী বহিস্কৃত হন। অপরদিকে, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা। এতে ১৭ হাজার ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। ২ হাজার ৩৬৭ জন অংশ নেননি। মোট ১২টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ