ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

য‌শোর থে‌কে খান সা‌হেব : যশোরের চৌগাছায় এক সন্তানের জননীর ফিরোজা বেগম (২৪) নামের এক নারীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার পাষন্ড স্বামী। ফিরোজা বেগম উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মুদি ব্যবসায়ি স্বপনের স্ত্রী।

শুক্রবার (৩১ আগস্ট) রাতে স্বপনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি ফিরোজা বেগম সাংবাদিকদের বলেন, ‘স্বপন আমার চাচাত ভাই। আট বছর আগে আমারা প্রেম করে বিয়ে করি। আমাদের চার বয়সের একটি ছেলে সন্তানও রয়েছে।

আমার স্বামী এখন অন্য একটি মেয়ের সাথে ফোনে কথা বলে। আমি বাধা দিলে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে উঠে। প্রায়ই ফোনে কথা বলা নিয়ে আমাদের মাঝে গোলযোগ হয়। কিন্তু আজ সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটি হলে আমার জাম-কাপড়ে আগুন জ্বালিয়ে দেয়। আমি আগুন নিভাতে গেলে আমাকে আগুনের উরে ফেলে দেয়। এসময় আমার হাতে ও গায়ে আগুন লেগে যায়’।

ফিরোজার স্বামী স্বপন, স্ত্রীকে আগুনে ফেলে দেওয়ার অভিযোগ অস্বিকার করে বলেন, আমার স্ত্রী আমাকে না জানিয়ে নিজের ইচ্ছামত জামা কাপড় তৈরি করেছে। সে কারণে আমি তার বাড়িতে থাকা অন্য জামা-কাপড়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। 

পরকীয়ার ব্যাপারে তিনি বলেন, কবে কার সাথে কথা বলেছি সেসব অনেক পুরান কথা। এখন কারো সাথে কথা বলি না।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুব্রত কুমার বাগচি বলেন, ফিরোজার হাতের তিনটি আঙ্গুলে বার্ন হয়েছে।

চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান শাহিন বলেন, ঘটনাটি ফিরোজার স্বজনরা থানায় উপস্থিত হয়ে মৌখিকভাবে জানিয়েছেন। আমরা এখনি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ