ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বরগুনায় ৫টি একনলা বন্দুকসহ এক ডাকাত আটক


প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বরগুনায় ৫টি একনলা বন্দুকসহ এক ডাকাত আটক

বরগুনা সংবাদদাতা : বরগুনার জেলার পাথরঘাটা থানাধীন পদ্মা এলাকায় একটি বসতবাড়িতে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশান ও পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে কামাল (৩০) নামক একজন ডাকাতকে আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড হেড অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়। 

এতে বলা হয়, পরবর্তীতে তার দেয়া তথ্য মতে বাড়ি সংলগ্ন পুকুর থেকে বস্তায় মোড়ানো অবস্থায় ৫টি একনলা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোষ্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো পুকুরে ফেলে দিয়েছিল। আটককৃত ডাকাত কামাল বরগুনার জেলার পাথরঘাটা থানার অধিবাসী। 

আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্রের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবলম্ভন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


   আরও সংবাদ