ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বেনাপোলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০০ বোতল ফেনসিডিলসহ ওসমান গনি (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোরে তাকে আটক করা হয়। আটক ওসমান বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের সাবান হোসেনের ছেলে।

বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পেরে, খড়িডাংগা ইটভাটা মোড় থেকে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ওসমানকে আটক করা হয়। 

অপরদিকে, আরেক অভিযানে ভবারবের গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


   আরও সংবাদ