প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্চায্য বলেছেন, সুষম বণ্টনের মাধ্যমে সকলে একত্রিত হয়ে সমবায়কে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার সময় সতর্ক হয়ে নতুন উদ্যোগ নিয়ে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নতুন নতুন সম্ভাবনা তৈরি করে উদ্যমী হয়ে সমবেত ভাবে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর সার্কিট হাউজে করোনাকালীন এবং করোনা পরবর্তী করণীয় সর্ম্পকে যশোর জেলাস্থ সমবায়ীদের সাথে এক মতবনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্চায্য বলেন, 'স্বাধীনতা পরবর্তী সময়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর উদ্দেশ্য ছিল সমবায় ভিত্তিক কৃষি ও সমাজ গঠনের মধ্য দিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। কিন্তু বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর থমকে যায় সমবায় ভিত্তিক দেশ সমাজ গঠনের প্রক্রিয়া।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকার গঠন হলে সমবায় আবারো এগিয়ে যেতে শুরু করে। সমবায়ীরা এগিয়ে গেলে দেশের সাধারণ মানুষের উন্নয়ন হবে। ফলে সামগ্রিকভাবে দেশ এগিয়ে যাবে।
তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসক, যশোর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও অংশগ্রহণ করেন মিজানুর রহমান, যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় খুলনা এবং যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরাসহ সমবায়ী নেতৃবৃন্দ |