ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মণিরামপুর ইউএনও'র হস্তক্ষেপে স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে মুক্তি পেল


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুর ইউএনও'র হস্তক্ষেপে স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে মুক্তি পেল

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে ইউএনও'র হস্তক্ষেপে এক স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে মুক্তি পেয়েছে। পিতার কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন।

জানা যায়, গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কালিবাড়ী শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের  ১৪ বছর বয়সের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর নেহালপুর গ্রামে পিতার বাড়িতে একই উপজেলার জুড়ানপুর গ্রামের বর জনৈক ইনামুল ইসলামের বিয়ের আয়োজন চলছিলো। 

এ ধরনের বাল্যবিয়ের খবর জানতে পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সৈয়দ জাকির হাসান তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট অফিসার শহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার আসগর আলী ও গ্রাম পুলিশকে পাঠান ওই বিয়ে বাড়িতে। কিন্তু প্রশাসনের লোকের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ দ্রুত ওই বিয়ে বাড়ি থেকে সটকে পড়ে গা ঢাকা দেয়। 

অতঃপর কনের পিতা তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ বিষয়টি মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট অফিসার শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ