ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মুন্সিগঞ্জের বন্যা দূর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা করেছে নৌবাহিনী


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মুন্সিগঞ্জের বন্যা দূর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা করেছে নৌবাহিনী

   

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারী ও পাঁচগাও
ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ৫২০টি পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

আজ শনিবার (০৮ আগস্ট) সকালে বন্যার কারণে চরম খাদ্য, পানীয় ও চিকিৎসা সংকটে পড়া মুন্সিগঞ্জ জেলার দূর্গত এলাকায় শুকনা খাবার ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী। 

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি,  গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেয়া হয়।

এসময় টঙ্গীবাড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপিস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দেশের দূর্গত এলাকায় নৌবাহিনীর সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।


   আরও সংবাদ