প্রকাশ: ৮ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটি গৃহীত কর্মসূচি ও নির্দেশনার সাথে সমন্বয় রেখে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহ জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গৃহীত জাতীয় কর্মসূচী অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত কর্মসূচিসমূহের বাইরে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইনে বর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ নিশ্চিত করা এবং ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারকে অগ্রাধিকার প্রদান করা হবে।
জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ১৫ আগস্ট শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহে জাতীয় পতাকা বিধি অনুসরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থা ও কারখানার মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত আয়োজন করা হবে এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিল্প মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাসমূহের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।