ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

জালিয়ার দ্বীপ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জালিয়ার দ্বীপ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড

   

টেকনাফ প্রতিনিধি : জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড হেডকোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক চোরাচালানের খবর পরে গতকাল বিকালে কোস্ট গার্ড টেকনাফের সদস্যরা কাঠের নৌকায় করে জঙ্গলের ভিতরে অবস্থান নেয়। হঠাৎ দুইজন লোক কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাছ হতে পানিতে লাফ দেয় এবং পালানোর চেষ্টা করে। 

এসময় কোস্ট গার্ড সদস্যরা পিছু নিলে ইয়াবা পাচারকারীরা পানিতে দুইটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায় পরে ফেলে যাওয়া ব্যাগ দুইটি তল্লাশী করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে।


   আরও সংবাদ