প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিনের বাসায় আবারো চুরি হয়েছে। আব্দুল মতিন ও তার স্ত্রী উভয় শিক্ষকতা করেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেলে চোরেরা বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাবপত্র ভেঙ্গে নগদ অর্থ, দুইটি মোবাইল সেট ও স্বর্ণালংকার নিয়ে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানার এসআই জহির রায়হানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুল মতিন জানান, গত বছর এই বাসায় একই কায়দায় চোরেরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছিলো। এর আগেও আরো ৩ বার চুরি হয়েছে বলেও তিনি জানান।
এদিকে সাংবাদিক নেতার বাসায় একাধিকার চুরির ঘটনায় কোন ক্লু উদঘাটন করতে না পারায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সম্পাদক মোতাহার হোসেন চুরির ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।