প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরের চৌগাছায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার টেঙ্গরপুর খালপাড়ায় এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াংকা শাহার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা এম সালাহউদ্দিন, তথ্য সেবা সহকারী সুমি খাতুন প্রমুখ বক্তৃতা করেন।
কর্মশালায় ৫০ জন নারীকে ‘তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ বিষয়ে ৫০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়।