প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ বিষয়ে অর্থ বিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।