প্রকাশ: ২৯ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ এক শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী ছিলেন প্রগতিশীল ধারার সমর্থক ও মহান স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনানী। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী (৭১) ২৯ জুলাই বুধবার রাত আনুমানিক ১.১৫ মিনিটের দিকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নিউমোনিয়া, কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাছাড়া ১০ বছর আগে তিনি ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।