প্রকাশ: ২৯ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।
বুধবার (২৯ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক এক বার্তায় এ তথ্য জানান।
এ সময় তিনি একটি আম গাছের চারা রোপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা, চলমান করোনা পরিস্থিতি থেকে বাংলাদেশের সকল মানুষের হেফাজত ও কোস্ট গার্ডের সকল সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপিস্থিত ছিলেন কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক, জোনাল কমান্ডার, ঢাকা জোন ও সদর দপ্তরের অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরই মাধ্যমে সারা বাংলাদেশে কোস্ট গার্ড এর আওতাভূক্ত এলাকাসমূহে কোস্ট গার্ড কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি শুরু হল।
এ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১২ হাজার ৫০০ টি ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা কোস্ট গার্ডের সকল ঘাঁটি, স্টেশান, ও আউটপোস্টে বিতরণ করা হবে।
পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থাপনা ও জনসাধারণের নিকট গাছের চারা রোপন করা হবে। বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিবছর প্রাকতিক ভারসাম্য রক্ষাকারী পরিবেশ বন্ধু গাছ রোপনে নিয়মিতভাবে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করছে এবং এ দ্বারা ভবিষ্যতেও অব্যহত থাকবে।