ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‍্যাব-১০


প্রকাশ: ২৮ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‍্যাব-১০

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল ৭, দিলকুশা বণিজ্যিক এলাকাস্থ সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিঃ এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাজউদ্দীন ফয়েজ (২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে র‍্যাব-১০।

সোমবার (২৭ জুলাই) রাত্রে র‍্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় এতথ্য জানান।

এ সময় তার কাছ থেকে ১০১ বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইল এবং নগদ ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এই মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব থাকা  র‍্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানান, সে দীর্ঘদিন যাবত ঢাকার মতিঝিল থানা সহ আশেপাশের থানা এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ব্যবসা চালিয়ে আসছে।

মতিঝিল থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-খ ধারায় মামলা প্রক্রিয়াধ।


   আরও সংবাদ