ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আইইবিতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন


প্রকাশ: ২৬ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আইইবিতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

   

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে আইইবি সদর দফতর প্রাঙ্গণে, রমনায় বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। যা পর্যায় ক্রমে সারা দেশে আইইবি’র কেন্দ্র, উপকেন্দ্র গুলোতেও বৃক্ষরোণ করা হবে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, আইইবি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য প্রকৌশলীগণ। 

অনুষ্ঠানে অতিথিরা ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য্যবর্ধক বৃক্ষরোপণ করেন। সারা দেশে আইইবি’র কেন্দ্র, উপকেন্দ্র গুলোতেও দুই হাজার পাঁচশত বৃক্ষরোপণ করা টার্গেট নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আবদুস সবুর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি আমার বাস্তবায়ন করবো।


   আরও সংবাদ