প্রকাশ: ২৫ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : দেশের ২৫টি পাটকল বন্ধ এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন দপ্তরের সীমাহীন দুর্নীর্তির প্রতিবাদে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলােেদশের ওয়াকার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মণিরামপুর শাখা এ মানববন্ধন ও বিােভ সমাবেশের আয়োজন করে।
শনিবার বিকেলে যশোর সাতীরা মহাসড়কের স্থানীয় পৌরসভার সামনে আয়েজিত মানববন্ধন ও বিােভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওর্য়াকার্স পার্র্টির মণিরামপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির সাধরণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মণিরামপুর শাখার সভাপতি কমরেড আব্দুল মজিদ, কমরেড পরিতোষ দাস,শেখর বিশ্বাস, কবি শান্তনু চক্রবর্তী, নারী নেত্রী জাহানারা মুক্ত প্রমূখ।
সমাবেশে বক্তারা পাটকল বন্ধ ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন দপ্তরের নানা অনিয়ম ও দূর্নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।