ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে 'আরডিএফ ছাত্র ফোরাম'


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে 'আরডিএফ ছাত্র ফোরাম'

নাঙ্গকোট কুমিল্লা থেকে মাহি : বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পৃথিবী ও সবুজ শিক্ষাঙ্গণ গড়ে তোলার প্রত্যয়ে, “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে বুকে ধারণ করে শিক্ষা ও মানবতার কল্যাণে নিবেদিত কুমিল্লার নাঙ্গকোট উপজেলার রায়কোট ইউনিয়ন এর অন্যতম সামাজিক ‘আরডিএফ ছাত্র ফোরাম’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

শনিবার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশীপ”(আরডিএফ) এর সহযোগী সংগঠন ‘আরডিএফ ছাত্র ফোরাম’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‘আরডিএফ’ এর সভাপতি ফারুক মিয়াজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদারের সার্বিক তত্ত্বাবধায়নে এবং ‘আরডিএফ’ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাহির পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিটি মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ‘আরডিএফ’ এর অন্যতম উপদেষ্টা নিজাম উদ্দিন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আরডিএফ’ ডোনেশন ফান্ড পরিচালক মনসুর আলম মানিক ও অর্থ পরিচালক ডা. ফরিদ আহমদ।

এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘আরডিএফ’ ও ‘আরডিএফ ছাত্র ফোরামে’র  সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এতে রায়কোট ইউনিয়ন উত্তর ও দক্ষিণের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্তলী হাই স্কুল অ্যান্ড কলেজ, তুলাতুলী উচ্চ বিদ্যালয়, মন্তলী ফাযিল মাদ্রাসাসহ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

 


   আরও সংবাদ