প্রকাশ: ২৯ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলে এলাকা থেকে ৫২২ ক্যান বিয়ার এবং ২৪ বোতল হুইস্কিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে র্যাব-৩'এর স্টাফ অফিসার এএসপি এবিএম ফাইজুর ইসলাম বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, নায়েব আলী (৩৬) ও সহিদ (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল এবং নগদ ১৭ হাজার ৯০০ টাকাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আর উদ্ধারকৃত বিয়ারের ২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
তিনি বলেন, গতকাল হাতিরঝিল থানাধীন, নয়াটোলা মধুবাগ, ৩৫৭/ডি ব্যাক বেনচার কিচেন রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে চেকপোষ্টের দিকে আসতে থাকলে প্রাইভেটকারটি থামানোর নির্দেশ দিলে আসামীরা প্রাইভেটকারটি থামিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অন্যান্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে বিয়ার এবং হুইস্কি মানিকগঞ্জ জেলার জনৈক ব্যক্তির নিকট হতে ক্রয় করে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উল্লেখ্য যে, আসামী সহিদ এর নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।